ইতালিতে চলন্ত গাড়ি থেকে গুলিতে আহত ৬

পপুলার২৪নিউজ ডেস্ক:

ইতালির মাসেরাতা শহরে চলন্ত গাড়ি থেকে কৃষ্ণাঙ্গ আফ্রিকান অভিবাসীদের ওপর গুলি চালালে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এক ইতালীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।-খবর বিবিসি অনলাইন।

হামলাটি বর্ণবাদী উদ্দেশে চালানো হয়েছে বলে ধারণা করছে দেশটির পুলিশ।

স্থানীয়ভাবে সন্দেহভাজন বন্দুকধারীর নাম লুকা ত্রাইনি বলে জানানো হয়েছে। তার বয়স ২৮ বছর। তাকে আটকের সময় তার ঘাড়ে ইতালির একটি পতাকা জড়ানো ছিল বলে জানিয়েছে পুলিশ। তার একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

হামলাকারী কালো একটি গাড়ির জানালা দিয়ে গুলি চালায়। এর পর সে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর তাকে পুলিশ গ্রেপ্তার করে।

মাসেরাতার ২৮ বছর বয়সী ওই যুবকের আলফা রোমিও গাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বেলা ১১টার দিকে হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তি গাড়ির জানালা দিয়ে দুই তরুণ আফ্রিকান অভিবাসীর ওপর গুলি ছোড়ে। এতে একজন আহত হন।

পরে কিছুক্ষণের মধ্যেই শহরের আরও কয়েকটি স্থানে চলন্ত গাড়ি থেকে গুলির খবর আসে।

পূর্ববর্তী নিবন্ধযৌন হয়রানির বিরুদ্ধে এবার নীরবতা ভাঙলেন উমা থার্মান
পরবর্তী নিবন্ধপাকিস্তানে আত্মঘাতী বোমায় ১১ সেনা নিহত