ইউপি চেয়ারম্যানকে গুলি, পুড়িয়ে মারার চেষ্টা

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ছনুয়া ইউনিয়ন চেয়ারম্যান করিমুল্লাহকে গুলি করে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুরে উপজেলার পূর্ব সিলোনিয়া এলাকার ভূঞা ব্রিজ সংলগ্ন রবি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, উপজেলার কোম্পানী বাজারের ছনুয়া ইউনিয়ন পরিষদে দাফতরিক কাজে যাওয়ার সময় ওই এলাকায় পৌঁছলে তার তাকে বহনকারী প্রাইভেটকারটিকে কয়েকজন দুর্বৃত্ত ঘিরে ফেলে। এ সময় দুর্বৃত্তরা সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এলাকাবাসী ধাওয়া করে কয়েকটি মোবাইল, পেট্রোল ও ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে।

খবর পেয়ে করিমুল্লাহর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চন্দ্র দাস জানান, অটোরিকশা, ২ লিটার পেট্রোল ও মোবাইল পুলিশের হাতে দেয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে থানা পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে আভিযান চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধফেসবুককে নাম-পরিচয় দিলেন, বাকি থাকল কী?
পরবর্তী নিবন্ধসাত খুন মামলার রায় প্রত্যাশিত : দুদু