ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখবেন যেভাবে


তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিনোদন থেকে শিক্ষামূলক ভিডিও দেখতে নানান অ্যাপের ভিড়ে সবার প্রথম পছন্দ ইউটিউব। তবে বিজ্ঞাপনের জন্য একটানা ভিডিও দেখা মুসকিলই বটে। যা খুবই বিরক্তিকরও।

তবে খুব সহজেই ইউটিউবে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখবেন যেভাবে-

> সবার প্রথমে ইউটিউবে যান।

> যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।

> এবার ভিডিওর ইউআরএল-এর মধ্যে youtube.com লেখার পরে একটি ডট (.) যোগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় www.youtube.com/watch, তাহলে সেক্ষেত্রে www.youtube.com./watch?v এই ইউআরএল ব্যবহার করলেই ভিডিওতে আর কোনো বিজ্ঞাপন দেখা যাবে না।

এখানে মূলত ইউআরএল-এর মধ্যে একটি ডট ব্যবহার করলে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব। সেক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার জন্য, পেজটি একাধিক ভাগে ভিউয়ারের কাছে পৌঁছে যায়।

এর ফলে কোনো বিজ্ঞাপন, কুকিজ যুক্ত থাকে না। মোবাইল থেকেও এই পদ্ধতিতে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ অপশন সিলেক্ট করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধগাড়িতে ছিল কেক আর খিচুড়ি, মাতলামিও করিনি : স্পর্শিয়া
পরবর্তী নিবন্ধঅনেকবার আঘাত এসেছে, শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম: মেয়র আইভী