আসছে সালমান খানের স্মার্টফোন

পপুলার২৪নিউজ ডেস্ক :

বলিউড তারকা সালমান খান মোবাইল ফোন ব্যবসা শুরু করতে যাচ্ছেন। শিয়াওমি, অপো, ভিভোর মতো ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন আনার পরিকল্পনা রয়েছে তাঁর।

সম্প্রতি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে সালমান খানের বিয়িং হিউম্যান নামের কাপড়ের ব্র্যান্ড রয়েছে। তাঁর স্মার্টফোন ব্যবসা শুরুর জন্য ‘বিয়িং স্মার্ট’ নামের ব্র্যান্ড নাম নিবন্ধন করেছেন। বিয়িং স্মার্টের স্মার্টফোনগুলোর দাম ২০ হাজার রুপির কম হতে পারে।

নতুন স্মার্টফোনের জন্য পরিচালন ব্যবস্থাপনা টিম তৈরি করছেন তিনি। এ টিমের সদস্যদের বাছাই করতে মোবাইল ফোন নির্মাতা স্যামসাং ও মাইক্রোম্যাক্সে কাজে অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দিয়েছেন তিনি।

মোবাইল ব্যবসা শুরু করতে কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে আলাপও করেছেন সালমান। এ প্রতিষ্ঠানে তিনি নিজে বা পরিবারের মাধ্যমে অধিকাংশ শেয়ার রাখতে চান।

শুরুতে এই ফোনগুলো অনলাইনে বিক্রি করার ও পরে মোবাইল অপারেটরদের সঙ্গে চুক্তি করে বাজারে ছাড়ার পরিকল্পনা করছেন তিনি। তথ্যসূত্র: জিনিউজ।

পূর্ববর্তী নিবন্ধশিশু হত্যার ভিডিও প্রচার, সন্দেহভাজন আটক
পরবর্তী নিবন্ধমানিকগঞ্জে নিখোঁজের একদিন পর ২ শিশুর লাশ উদ্ধার