বিনোদন ডেস্ক:
জনপ্রিয় মালায়ালম ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’। মোহনলাল অভিনীত ছবিটির দুটি কিস্তি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। হিন্দি ভাষাতেও হয়েছে এর রিমেক, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ।
এবার আসছে ছবির তৃতীয় কিস্তি, ঘোষণা দিয়েছেন মোহনলাল নিজেই। ভক্তদের মধ্যে এরই মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। সেই ঘোষণায় জানানো হয়েছে, এবারের ‘দৃশ্যম’ কেবল মালায়ালমেই নয়, হিন্দিতেও নির্মিত হতে পারে। এর ফলে অজয় ভক্তরা খানিকটা হতাশ বটে। কারণ হিন্দিতেও ছবিটি মুক্তি পেলে এর রিমেক নিয়ে সংশয় দেখা দেবে।
মিড ডে তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, পরিচালক জিতু জোসেফের পরিচালনায় ‘দৃশ্যম-৩’ হতে যাচ্ছে একটি দ্বিভাষিক সিনেমা। অর্থাৎ মালায়ালম ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে সিনেমাটি। মূলত এটি প্যান-ইন্ডিয়ান দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে।
এই খবর যদি সত্য হয়, ব্যাপারটি কিছুটা বিপাকে ফেলতে পারে বলিউড তারকা অজয় দেবগনের হিন্দি রিমেক ভার্সনকে। কারণ এর আগে ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম-২’ হিন্দিতে রিমেকের সময় মূল মালায়ালম ভার্সন হিন্দি ভাষায় মুক্তি পায়নি। সেই সুবিধা কাজে লাগিয়েই হিন্দি ভার্সনও ব্যাপক জনপ্রিয়তা পায়।
এবার যদি মূল নির্মাতারাই হিন্দিতে সিনেমাটি তৈরি করেন, তাহলে অজয় দেবগনের রিমেক ভার্সনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
তবে এখন পর্যন্ত এ নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্যদিকে পিঙ্কভিলা এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানিয়েছে, অজয় দেবগন নিজেও ‘দৃশ্যম-৩’-এর প্রস্তুতি শুরু করেছেন। পরিচালক অভিষেক পাঠকের সঙ্গে স্ক্রিপ্ট ফাইনাল করে ফেলেছেন তিনি।
দর্শকদের জন্য এখন অপেক্ষা, কোনটি আগে মুক্তি পাবে? মোহনলালের ‘দৃশ্যম-৩’, নাকি অজয়ের হিন্দি রিমেক?