৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দাদের উন্নয়নের জন্য ৭০০ মিলিয়ন ডলার অনুদান ও সফট ঋণ দেবে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত ১৯তম ন্যাম সামিট ও তৃতীয় সাউথ সামিটে অংশগ্রহণোত্তর মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেখ।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাংক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অনুদান হিসেবে ৩১৫ মিলিয়ন ডলার দেবে। বাকি ৩৮৫ মিলিয়ন ডলার দেবে হোস্ট কমিনিটি ডেভেলপমেন্টের জন্য। এটি চট্টগ্রাম বিভাগে বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা হবে।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশে এই মুহূর্তে ৫৬ প্রকল্পে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আছে বিশ্বব্যাংকের। ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর।

পূর্ববর্তী নিবন্ধসারের মজুত পর্যাপ্ত, বোরো মৌসুমে সংকট হবে না: কৃষিমন্ত্রী
পরবর্তী নিবন্ধজুলাই থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ: প্রতিমন্ত্রী