আরও ৬ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

সাইদ রিপন: আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আরও ৬ সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৭ মার্চ) ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের বরাবর পাঠানো হয়।
নির্দেশনায় আগামীকাল শুক্রবারের (৮ মার্চ) মধ্যে সুনামগঞ্জ-২,কুড়িগ্রাম-১,
কুড়িগ্রাম-৩, হবিগঞ্জ-৩,  সুনামগঞ্জ-১ ও লালমনিরহাট-১ আসনের এমপিদের নিজ নির্বাচনী এলাকা ত্যাগ করে ইসিকে সহযোগিতা করার জন্য বলা হয়।
একাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে জয়া সেন গুপ্তা, কুড়িগ্রাম-৩ আসনে এমএ মতিন, হবিগঞ্জ-৩ আসনে মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনে আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতন ও লালমনিরহাট-১ আসনে মোতাহার হোসেন ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন।
এর আগে  তিন এমপিকে এলাকা ছাড়তে চিঠি দিয়েছিল ইসি। এছাড়া এমপিরা যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, সেজন্য স্পিকারকে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
প্রসঙ্গত, আগামী ১০, ১৮, ২৪ ও ৩১ মার্চ চার ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন হবে। এর মধ্যে প্রথম ধাপে ৮৩ উপজেলায় এবং দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তৃতীয় ধাপে ১২৭ উপজেলা ও চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট হবে। পঞ্চম ধাপে বাকি উপজেলায় ভোট হবে ১৮ জুন।
পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হইনি: সুলতান মনসুর
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক নারী দিবস আজ