আব্দুল্লাহপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
রাজধানীর আব্দুল্লাহপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছেন পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে উত্তরা দক্ষিণখানের আটিপাড়া মোড়ে অবস্থিত এপিএস গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা আব্দুল্লাহপুরে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ-মিছিল করে।

উত্তরাপূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল গণি সাবু জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে উত্তরা দক্ষিণখানে একটি পোশাক কারখানার শ্রকিমরা আব্দুল্লাহপুরে সড়ক অবরোধ করেছে। ঘটনাস্থলে পুলিশ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে তারা। আন্দোলনরত শ্রমিকরা জানান, গত চার দিন ধরে ওই পোশাক কারখানা বন্ধ রয়েছে। বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকেন দক্ষিণ আফ্রিকা যেতে পারছেন না রুবেল?
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র