আবারও বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আবারও বিদ্যুতের দাম বাড়ছে বলে ইঙ্গিত দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তরুণদের উদ্ভাবনী পরিকল্পনা সমন্বয় বিষয়ক অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের দামটা আমরা সামঞ্জস্য করব এবং এই প্রস্তাবটি বেশ আগের। যেহেতু গ্যাসের দামে একটা বৃদ্ধি ঘটেছে এবং বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাস লাগে। অ্যাডজাসমেন্টটা খুবই সামান্য হবে। যারা লাইফ লাইনে আছেন সেখানে কোন পরিবর্তন হবে না। ‘

এ সময় তিনি আগামী বাজেটে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের ওপর সম্পূরক কর হ্রাস করার প্রস্তাব থাকবে বলেও জানান।

পূর্ববর্তী নিবন্ধমালালাকে নিয়ে যা বললেন তাঁর মা
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে বাঁধ নির্মাণে দুর্নীতি: প্রধান প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ