আবারও চোটের কবলে মুশফিক; এক্স-রে রিপোর্টের অপেক্ষা!

পপুলার২৪নিউজ ডেস্ক:
3হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট সিরিজে ফিরেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে খেলেছেন ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস।
কিন্তু তার ভাগ্যে যেন ইনজুরিই লেখা আছে। গতকাল নেইল ওয়াগনারের লাফিয়ে ওঠা বলে আঘাত লেগেছিল আঙুলে। সেই ব্যথা এখনো আছে। আজ সকালে সে জন্যই ফিল্ডিংয়ে নামেননি মুশফিকুর রহিম। তার বদলে উইকেট কিপিং করছেন ইমরুল কায়েস।

গতকাল ব্যাথা নিয়েই ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ আর পারেননি মাঠে নামতে। বিসিবি সূত্রে জানা গেছে, হাতে ব্যথা থাকায় বেসিন রিজার্ভের পাশের একটি হাসপাতালে মুশফিকের বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও ডান হাতের তর্জনির এক্স-রে করা হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মুশফিকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এছাড়া ইমরুল কায়েসের শুন্যস্থান পূরণ করতে ফিল্ডিংয়ে নেমেছেন স্কোয়াডে থাকা সৌম্য সরকার। এক্স-রে রিপোর্টে বড় সমস্যা ধরা না পড়লেই মাঠে নামবেন মুশফিক। এর আগে ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টেও মুশফিকের চোটে কিপিং করেছিলেন ইমরুল।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রসহ সন্দেহভাজন জঙ্গি আটক
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরে জিয়ার চিকিৎসা শুরু