আবদুল হামিদের পক্ষে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ আ স ম ফিরোজ। শুক্রবার সকালে নির্বাচন কমিশন থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৫ জানুয়ারি নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

মনোনয়নপত্র দাখিল, পরীক্ষা, প্রত্যাহারসহ ভোটের আগের কার্যক্রম হবে নির্বাচন কমিশনে। একাধিক প্রার্থী থাকলে ১৮ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সদস্যরা নির্বাচনে ভোট দেবেন।

রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না। একাধিক প্রার্থী থাকলে ভোট হবে। এ ক্ষেত্রে প্রার্থীরা সমান ভোট পেলে লটারি হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।

এ নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রার্থীর প্রস্তাবক ও সমর্থক কেবল জাতীয় সংসদ সদস্যরাই হতে পারবেন। দুজন সংসদ সদস্যের মৃত্যুর কারণে এ নির্বাচনে ভোট দেবেন সংসদের ৩৪৮ সদস্য।

২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার ৫ বছরের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধচার দিনে বিএনপির ২৭৫ নেতাকর্মীকে গ্রেফতার :রিজভী
পরবর্তী নিবন্ধনির্বাচন থেকে সরতে তালবাহানা করছে বিএনপি: কাদের