আফ্রিকান অভিবাসীদের ৬০ দিনের মধ্যে চলে যাওয়ার নির্দেশ

পপুলার২৪নিউজ ডেস্ক

ইরিত্রীয় ও সুদান থেকে আসা আফ্রিকান আশ্রয় প্রার্থীদের বিতাড়নে সময়সীমা বেধে দিয়েছে ইসরাইল সরকার। পরিবার ছাড়া যেসব অভিবাসী ইসরাইলে আশ্রয় নিয়েছেন, তাদের মাঝে প্রথম দফার নোটিশ বিতরণ করা হয়েছে। ইসরাইলি দৈনিক হারিটস এসব তথ্য জানিয়েছে।

উন্মুক্ত কারাগারের বাইরে থাকা ২০ হাজার অভিবাসীকে আগামী ৬০ দিনের মধ্যে ইসরাইল ছাড়তে হবে। এটি না করলে তাদের অনির্দিষ্টকালের জন্য কারাগারে আটকে রাখা হবে।

এসব শরণার্থীকে বলা হয়েছে- হয় তোমরা রুয়ান্ডায়, নয়তো নিজ দেশে ফিরে যাও।

ইসরাইলি কর্মকর্তারা বলেন, বাবা-মা, নারী ও শিশুদের জোরপূর্বক বহিষ্কার না করার সিদ্ধান্তটি পরে পরিবর্তন করা হতে পারে।

আফ্রিকান অভিবাসীদের জোরপূর্বক দেশ থেকে বহিষ্কার করতে ইসরাইলের পার্লামেন্টে গত বছরের ডিসেম্বরে একটি আইন পাশ করা হয়।

কারাগার পরিদর্শনের সময় দেশটির কর্মকর্তারা অভিবাসীদের রুয়ান্ডা ও উগান্ডায় চলে যাওয়ার পরামর্শ দিয়ে একটি চিঠি বিতরণ করেছেন।

তাতে লেখা রয়েছে- আমরা আপনাদের অবগত করছি যে, ইসরাইল ছাড়ার বিনিময়ে তৃতীয় একটি দেশে আপনাদের পুনর্বাসনে একটি চুক্তি সই হয়েছে। সেই দেশও আপনাদের গ্রহণে রাজি হয়েছে। তারা আপনাদের আবাসিক ভিসা দেবে। তারা আপনাদের জাতি পরিচয় কেড়ে নেবে না।

তবে ইসরাইল থেকে আফ্রিকান অভিবাসীদের নিতে বিতর্কিত চুক্তি সইয়ের কথা অস্বীকার করেছে রুয়ান্ডা ও উগান্ডা।

জাতিসংঘের তথ্যমতে, ইসরাইলে বর্তমানে ৪০ হাজার শরণার্থী রয়েছে। তাদের মধ্যে ২৭ হাজার ৫০০ ইরিত্রীয়ান ও ৭ হাজার ৮০০ সুদান থেকে এসেছেন। গত ১০ বছরে মিসর পার হয়ে এসব অভিবাসী ইসরাইলে পৌঁছায়।

পূর্ববর্তী নিবন্ধযখন-তখন দাবি পূরণ সম্ভব নয় : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধইরাকে সাদ্দামকন্যা রাঘাদসহ ৬০ জনের মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ