আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার সংখ্যা, বিচারপ্রক্রিয়ার গতি ত্বরান্বিত করা ও কাজের চাপ ভাগাভাগির প্রয়োজনে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে।

এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৮ মে) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’ হিসেবে পুনঃনামকরণ করা হয়েছে। এই ট্রাইব্যুনালের সদস্যরা হলেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সরকারের এই সিদ্ধান্তে বিচার কার্যক্রমে গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
পরবর্তী নিবন্ধসোনার দাম ভরিতে কমলো ৩১৩৭ টাকা