আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

পপুলা২৪নিউজ প্রতিবেদক:
আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চোর চক্রের কাছে জিম্মি থাকা গাড়ি চালক ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, অভিযানের মাধ্যমে তাদের ধরা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জ জেলার নুরুল ইসলামের ছেলে নুরুজ্জামান হোসেন ওরফে মুক্তার (৪৪), পাবনার মৃত নুরুল ইসলামের ছেলে আজম (২৫), গাজীপুরের আবু ছালামের ছেলে আসলাম মিয়া (২৩), বগুড়ার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম (২৮), কুমিল্লার আ. রহমানের ছেলে আ. মজিদ (২৬), নোয়াখালীর মিরাজ ওরফে বাবুলের স্ত্রী কহিনুর (৩২)।

পূর্ববর্তী নিবন্ধনির্বিঘ্নে আশুরা পালনের প্রস্তুতি সম্পন্ন:সাঈদ খোকন
পরবর্তী নিবন্ধশিশুর কান্নায় পুলিশ কর্মকর্তার মাতৃত্ব