জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বর্তমান সরকারের চার বছরপূর্তি উপলক্ষে আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। সে হিসেবে আজ শুক্রবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার তাদের চার বছর পূর্ণ করে।

এ ব্যাপারে গত বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিকদের বলেছিলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। । সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।

মন্ত্রী আরো জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর এই ভাষণে বর্তমান সরকারের উন্নয়নের সব বিষয় থাকবে এবং সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বাংলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি এবং সরকারের চার বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের দেশব্যাপী সাংগঠনিক সফর ২৬ জানুয়ারি শুরু
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া ১৪৭ বার আদালতে তারিখ পরিবর্তন করেছেন: হানিফ