আজ উখিয়া যাচ্ছেন খালেদা জিয়া

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে তিনি উখিয়ার উদ্দেশে বের হবেন। এর পর বালুখালী-২, হাকিমপাড়া ও ময়নাগুনাসহ চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ত্রাণসামগ্রী বিতরণ করবেন খালেদা জিয়া। ত্রাণ বিতরণ শেষে ড্যাবের একটি মেডিকেল টিমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য তিনি সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ হস্তান্তর করবেন।

এ উপলক্ষে ৩ দিন আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধিদল ত্রাণসামগ্রী নিয়ে কক্সবাজার পৌঁছান। ত্রাণসামগ্রীর মধ্যে নিত্যপণ্য, প্রসূতি মায়েদের জন্য প্রয়োজনীয় দ্রব্য ও শিশুখাদ্য রয়েছে।

কক্সবাজার ও উখিয়ার বিএনপি কার্যালয় ঘুরে এবং একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতেই এ সফর। এ জন্য দলীয় কোনো সভা-সমাবেশ হয়নি।

উখিয়ায় খালেদা জিয়া প্রথমে বালুখালীর পানবাজার রোডস্থ এলাকায় ‘ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) কর্তৃক নির্মিত স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করবেন। পরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২, হাকিমপাড়া, শফিউল্লারকাটা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খোঁজখবর নেবেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী বলেন, নির্যাতিত ১০ হাজার রোহিঙ্গা পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে। এর মধ্যে প্রতি পরিবারে ১০ কেজি চাল, কয়েক কেজি করে ডাল ও প্রয়োজনীয় কাপড় রয়েছে। ৫ হাজার শিশুকে দুধসহ শিশু খাদ্য ও ৫ হাজার প্রসূতি মাকে গর্ভকালীন প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হবে।

খালেদা জিয়ার সফর কেন্দ্র করে কক্সবাজার জেলা বিএনপির নেতৃত্বে ১৪টি পৃথক কমিটি করা হয়েছে। ওইসব কমিটির উদ্যোগে চেয়ারপারসনকে স্বাগত জানানোসহ ত্রাণ বিতরণের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনাসিরনগর তাণ্ডব : ৮ মামলার পুলিশি প্রতিবেদন নভেম্বরে
পরবর্তী নিবন্ধরিয়ালকে হারিয়েই ‘স্বাধীনতা’র প্রথম স্বাদ কাতালানদের!