আগে টাকা নিয়ে পরে তদন্ত করেন তিনি

বিনোদন ডেস্ক:
‘মহানগর’ ওয়েব সিরিজে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে দুই বাংলায় দারুণ সাড়া ফেলেছিলেন মোশাররফ করিম। গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রেও দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব ফিল্ম ‘মির্জা’য় তাকে দেখা যাবে প্রাইভেট গোয়েন্দার চরিত্রে।

‘মির্জা’য় তার চরিত্রটি বেশ মজার। যে কোনো তদন্তের আগে নিজের টাকা বুঝে নেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা ও নির্মাতা সুমন আনোয়ার। তিনি জানিয়েছেন, ‘মির্জা’ সিনেমাটি একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবেই ভাবা হয়েছে। এর প্রথম কিস্তির নাম ‘ক্লাব টুয়েন্টি নাইন’। সেখানে মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প দেখানো হবে। পরে পর্যায়ক্রমে আসবে সিরিজের পরের কিস্তি।

সিনেমার দুটি পোস্টার সম্প্রতি প্রকাশ পেয়েছে। একটিতে ক্যাপশন ছিল, ‘পরে তদন্ত, আগে টাকা, মির্জা সাহেবের হিসাব পাকা’, আরেকটিতে লেখা হয়েছে, ‘আইতাছে মির্জা, ক্রিমিনাল ভাগি যা!’

‘মির্জা’ চরিত্রটি গোয়েন্দা হলেও প্রচলিত ধাঁচের নয়। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই, একটু মোটাসোটা, দৌড়াতে পারেন না, মারপিটেও কাঁচা, কিন্তু বুদ্ধিতে একেবারে তুখোড়। সীমিত সামর্থ্য নিয়েই তিনি নামেন রহস্য উদঘাটনে।

‘মির্জা’ সিনেমায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন পারসা ইভানা, এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ। চলতি মাসেই সিনেমাটি মুক্তি পাবে বঙ্গতে।

পূর্ববর্তী নিবন্ধসবার নজর ৮০ মিলিয়ন ডলারের চাইনিজ সিনেমার দিকে
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ