আগামী বছরের মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

পপুলার২৪নিউজ স্পোর্টস ডেস্ক, এস কে কাউছার :
আগামী বছরের (২০১৮) মার্চে শ্রীলঙ্কা স্বাধীনতার ৭০ বছর উদযাপন উপলক্ষ্যে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে । শ্রীলঙ্কা এই সিরিজের আয়োজক।তথ্যসূত্র: ক্রিকইনফো

এই সিরিজে তারা বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। বাংলাদেশও এই সিরিজে অংশ নিতে রাজি হয়েছে।
এই সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ আগামী বছরের ১৫ মার্চ। এই সিরিজে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অর্থাৎ, প্রথমে একটি দল অন্য দলের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলে যারা প্রথম ও দ্বিতীয় থাকবে তারাই ফাইনাল ম্যাচ খেলবে ।
এই সিরিজটি অনুষ্ঠিত হবে একই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার পরই ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোনো চুক্তিই গোপন থাকবে না: কাদের
পরবর্তী নিবন্ধসান্দাকান ফেরালেন সৌম্যকে