আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
10দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শেষ হল তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে রোববার সকাল ১১টা ১২ মিনিটে এ মোনাজাত শুরু হয়।

প্রায় আধা-ঘণ্টার এ মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কণ্যাণ কামনা করে দোয়া করা হয়।

ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করেন।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, মোনাজাতের আগে ভারতের মাওলানা সা’দ সকাল সাড়ে ৮টা থেকে উর্দুতে হেদায়াতি বয়ান দেন। তার এই বয়ান অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।

এর আগে সাড়ে ৭টা থেকে মুসল্লিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বয়ান দেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম।

টঙ্গীর তুরাগ নদীর তীরে গত ১৩ জানুয়ারি থেকে ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি হয় ওই পর্বের আখেরি মোনাজাত।

পূর্ববর্তী নিবন্ধমে’তে মুক্তি পাবে প্রথম সায়েন্স ফিকশন মুভি
পরবর্তী নিবন্ধজনগণের চাপে শিক্ষককে কান ধরান সেলিম ওসমান