আওয়ামী লীগে ছিলাম আছি থাকব : সোহেল তাজ

পপুলার২৪নিউজ প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনপুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

এই সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেছেন, আমি আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকব।

এর আগে শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে ও শান্তির পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা।

 

সোহেল তাজ বলেন, এ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ৩০ লাখ শহীদের বিনিময়ে যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে তা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে।

তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান জড়ো হয়েছেন।

সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীজুড়েই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেলা ১১টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নেতাকর্মীরা উদ্যানের সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

এবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের মূল মঞ্চে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সারিতে আসন পেয়েছেন দলের উপদেষ্টা পরিষদের চার নেতা।

প্রথম সারির হেড টেবিলে বসেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সারিতে তাদের পাশে উপদেষ্টা পরিষদের চার সিনিয়র সদস্য এবং সভাপতিমণ্ডলীর সদস্যরা বসেছেন। এর পেছনে দ্বিতীয় সারিতে সভাপতিমণ্ডলীর সদস্য ও চার যুগ্ম-সাধারণ সম্পাদক বসেছেন। তৃতীয় সারিতে বসেছেন সম্পাদকমণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধসম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরুশোর ব্যাটিং নৈপুণ্যে খুলনার জয়