আইপিএল ছাড়ছেন বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস আইপিএল ছেড়ে দেশে ফিরে যাবেন। চেন্নাই সুপার কিংসের লিগ পর্বের শেষ ম্যাচ খেলেই তিনি দেশের বিমান ধরবেন। আগামী শনিবার শেষ ম্যাচে চেন্নাই মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের।

মূলত ফিটনেস ইস্যুর কারণেই তিনি আইপিএল ছাড়ছেন। যাতে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে পুরোপুরি ফিট হতে পারেন। কারণ, সামনেই যে অ্যাশেজ সিরিজ।

২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএলের নিলামে বেন স্টোকসকে ১৬.২৫ কোটি রূপিতে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। যা তাকে করেছিল চেন্নাইর সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তিনি সর্বোচ্চটুকু দিতে পারেননি ফিটনেস সমস্যার কারণে।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক চেন্নাই হয়ে কেবল প্রথম দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন। দুই ম্যাচে রান করেছিলেন মাত্র ১৫। বল করেছিলেন মাত্র ১ ওভার। রান দিয়েছিলেন ১৮টি।

১৬ জুন থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ। তার আগে ইংল্যান্ড অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

 

পূর্ববর্তী নিবন্ধসোনালী এক্সেচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেটেডের সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধভূটান ও মালদ্বীপকে উড়িয়ে শুরু বাংলাদেশের