আইপিএল খেলা হচ্ছে না হাসারাঙ্গার

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হচ্ছে না শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার। চোটের কারণে তার এই টুর্নামেন্টে অংশ না নেয়ার বিষয়টি বিসিসিআইকে শ্রীলঙ্কা ক্রিকেট অবহিত করেছে। চলতি মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে খেলার কথা ছিল তার।

ভারতীয় ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, ডান পায়ের গোড়ালির চোটের কারণে আইপিএলে খেলা হবে না হাসারাঙ্গার। তার এখন গোড়ালির চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে।

ক্রিকবাজকে হাসারাঙ্গার ম্যানেজার শ্যামও বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমারও তাই মনে হয়। হাসারাঙ্গা যে আইপিএলে খেলতে পারবে না, এটা শ্রীলঙ্কা ক্রিকেট লিখিতভাবে বিসিসিআইকে জানিয়েছে।’

অবশ্য কয়েকদিন আগে ক্রিকবাজের সঙ্গে আলাপের সময় তার ম্যানেজার বলেছিলেন, হাসারাঙ্গা অবশ্যই আইপিএলে খেলবেন।

সানরাইজার্স হায়দরাবাদ এখন হাসারাঙ্গার বদলি খুঁজছে বলেও একই প্রতিবেদনে উল্লেখ করেছে ক্রিকবাজ।

পূর্ববর্তী নিবন্ধসরকার জনগণের সব প্রত্যাশা পূরণ করছে : সাবের হোসেন
পরবর্তী নিবন্ধসোনার ভরি ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা