আইপিএলে টিকে থাকতে রাজস্থানের লক্ষ্য ২১৮ রান

স্পোর্টস ডেস্ক:

হারলেই বাদ। ‘ডু অর ডাই’- এমন সমীকরণ সামনে রেখে আজ বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে রাজস্থানের সামনে ২ উইকেটে ২১৭ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে মুম্বাই। অর্থাৎ টুর্নামেন্টে টিকে থাকতে রাজস্থানের লক্ষ্য ২১৮ রান।

জয়পুরে টস হেরে ব্যাট করতে মুম্বাইকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেল্টন। প্রথম উইকেটে ১১৬ রানের জুটি করেন তারা। দু’জনই হাঁকান ফিফটি। রিকেল্টন ৩৮ বলে ৬১ রান (৭ চার ৩ ছক্কা) করে আউট হলে জুটি ভাঙে।

৭ রানের ব্যবধানে আউট হন রোহিতও। ৩৬ বলে ৫৩ রান (৯ চার) করেন ডানহাতি ভারতীয় ব্যাটার। তৃতীয় উইকেটে ৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি করেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। অল্পের জন্য ফিফটি করতে পারেননি তারা।

হার্দিক ও সূর্যকুমার দু’জনই অপরাজিত থাকেন সমান ৪৮ রানে। এতেই ২১৭ রানের পুঁজি হয় মুম্বাইয়ের।

রাজস্থানের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন রিয়ান পরাগ ও মাহিশ থিকসানা।

পূর্ববর্তী নিবন্ধচেন্নাইয়ের পর রাজস্থানেরও বিদায়, শীর্ষে মুম্বাই
পরবর্তী নিবন্ধ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল লর্ডসে