আইপিএলে করোনার হানা, আক্রান্ত এক বিদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

লক্ষ্ণৌর বিপক্ষে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না ট্রাভিস হেড। কারণ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাই এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। এমনকি দলের সঙ্গে ভেন্যুতেও যেতে পারবেন না। এ তথ্য জানিয়েছেন হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

দুই-তিন বছর আগেও করোনায় আক্রান্ত হওয়া খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তবে এখন বিশ্বজুড়ে করোনার প্রকোপ অনেকটাই কম। আক্রান্ত হওয়ার খবরও সেভাবে প্রকাশ্যে আসে না। এই পরিস্থিতিতে কীভাবে হেড করোনায় আক্রান্ত হলেন তা দেখা হচ্ছে।

ভেট্টোরি বলেছেন, ‘হেড কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। তাই সে যেতে পারছে না। আশা করি পরের ম্যাচেই তাকে পাওয়া যায়। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে কি না এবং খেলার মতো অবস্থায় রয়েছে কি না সেটা আগে দেখতে হবে।’

গত বারের ফাইনালিস্ট হায়দরাবাদ ইতোমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। লক্ষ্ণৌর বিপক্ষে তাদের মানরক্ষার লড়াই। অন্য দিকে, ঋষভ পান্তদের টিকে থাকার লড়াই। তারা সব ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। তাতেও প্লে-অফ নিশ্চিত হবে এমনটা বলা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে খেলার পরামর্শ
পরবর্তী নিবন্ধনগদের ২০০০ কোটি আত্মসাৎ, পুরোনো ম্যানেজমেন্টের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক