আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা নিয়ে রিট

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ-উজ জামান এ রিট দায়ের করেন।

রিটকারী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানির কথা রয়েছে।

গত ৬ আগস্ট আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবসর উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দেয় সরকার।

নিয়োগের একদিন পরই সোমবার তিনি ওই পদে যোগদান করেন।

এর আগে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জহিরুল হক আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। অবসরে যাওয়ার পূর্বে তিনি ওই বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধমেয়েরা মুখভঙ্গি বাঁকা করে সেলফি তোলে কেন?
পরবর্তী নিবন্ধরাখি সাওয়ান্তের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা