আইনে স্নাতক ডিগ্রি অর্জন সেই রুমানার

পপুলা২৪নিউজ ডেস্ক :
আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন স্বামীর নির্যাতনে দৃষ্টিশক্তি হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুর।

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) পিটার এ অ্যালার্ড স্কুল অব ল থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। খবর সিবিসির।

এ উপলক্ষে গত বুধবার চ্যান শুন কনসার্ট হলে হাজারখানেক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সেখানে তার ১১ বছর বয়সী মেয়েও উপস্থিত ছিলেন। পাঁচ বছর আগে মেয়ের সামনেই নির্যাতনের শিকার হয়েছিলেন রুমানা মনজুর।

সমবেতদের উদ্দেশে ৩৮ বছর বয়সী রুমানা মনজুর বলেন, ‘ভয়াবহ ওই জীবনশঙ্কায় ফেলা হামলার কারণে আমি অন্ধ হয়েছি। এই পৃথিবীকে আমি আর দেখতে পাই না। হামলার পর অনেকেই আমাকে সাহায্য করেছেন।’

তিনি বলেন, ‘তবে আমি যখন হারিয়ে গিয়েছিলাম তখন ইউবিসি আমাকে পথ দেখিয়েছে। ইউবিসি পরিবারের সমর্থন ছাড়া আইন পড়া আমার পক্ষে সম্ভব হতো না।’

রুমানা মনজুর বিশেষ ধন্যবাদ জানান অ্যালার্ড ল স্কুলের ডিন ক্যাথরিন ডুভার্নকে।

অনুষ্ঠানে রুমানার প্রশংসা করে ডিন ক্যাথরিন ডুভার্ন বলেন, ‘তিনি (রুমানা মনজুর) অনন্য, নিজের পথ তিনি নিজে তৈরি করেছেন।’

২০১১ সালের ৫ জুন ঢাকায় ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাঈদের নির্যাতনে রুমানা মনজুর নাকে ক্ষত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি হারান।

ওই ঘটনার সময়ে তিনি ইউবিসিতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করছিলেন। দৃষ্টিশক্তি হারানোর পর দুই বছরের মাথায় ইউবিসি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রুমানা। এরপর আইন বিষয়ে পড়া শুরু করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধগরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওয়ালটনের ফ্রিজ, এসি ও ফ্যান বিক্রি
পরবর্তী নিবন্ধদুবাইয়ে বিশ্বের প্রথম রোবট পুলিশ