অস্ত্র ছিনিয়ে পুলিশ কর্মকর্তাকে খুন করল আটককৃত ছাত্র

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে মাদকদ্রব্যের সন্ধান পাওয়ায় এক ছাত্রকে আটক করলে তিনি এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে পালিয়েছেন।

এ ঘটনার পর ক্যাম্পাস বন্ধ করে দিয়ে ওই সন্দেহভাজন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশের সশস্ত্র দল সোয়াত।

স্থানীয় সময় সোমবার রাজ্যটির লুবক শহরের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র ক্রিস কুক এক ইমেই বার্তায় জানান, সোমবার রাতে টেক্সাস টেক পুলিশ ছাত্রদের তল্লাশি চালায়।

এ সময় মাদকদ্রব্য পেয়ে একজনকে আটক করে স্কুলপুলিশ বিভাগের হাজতখানায় নিয়ে যায় ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ।

এর পর ওই ছাত্র পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে এক কর্মকর্তার মাথায় গুলি করে পালিয়ে যান। এতে ওই কর্মকর্তার মৃত্যু হয় বলে জানান কুক।

এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের টুইটার অ্যাকাউন্টে ক্যাম্পাসে লোকজনদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

এদিকে সন্দেহভাজনকে খুঁজে বের করতে সোয়াতের একটি দল পাঠানো হয় বলে জানান লুবক পুলিশের কর্মকর্তা জে. রজার্স।

পরে অভিযুক্ত ছাত্রকে আটক করে হেফাজতে নেয়া হয় বলে লুবক পুলিশ টুইটারে দেয়া এক বিবৃতিতে জানায়। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি।

সূত্র: রয়টার্স

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে আপত্তিকর অবস্থায় ২৪ নারী-পুরুষ আটক
পরবর্তী নিবন্ধসাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলেন তিনি!