অষ্টম সন্তানের বাবা হচ্ছেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও বাবা হতে চলেছেন। তার স্ত্রী ক্যারি জনসন শুক্রবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ঘোষণা দিয়েছেন।

এক ইনস্টাগ্রাম পোস্টে ক্যারি লিখেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটছে। এসময় তিনি অন্য দুই সন্তান উইলফ্রেড ও রোমির সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন।

এ নিয়ে এই দম্পতি পেতে যাচ্ছে তৃতীয় সন্তান। তবে বরিস জনসন হতে চলেছেন অষ্টম সন্তানের বাবা। কারণ জনসনের আগের স্ত্রীর ঘরে চার সন্তান রয়েছে। অন্যদিকে তার এক প্রেমিকার ঘরেও রয়েছে এক সন্তান।

ক্যারি লিখেছেন, গত আট মাসের বেশির ভাগ সময়ে আমি ক্লান্ত অনুভব করেছি। কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারছি না। উইলফ্রেড আবারও বড় ভাই হতে যাচ্ছে এতে সে খুবই খুশি।

এই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালে। দ্বিতীয় সন্তান রোমির জন্ম হয় ২০২১ সালে। ওই বছরই তারা বিয়ে করেন।

গত বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করেন জনসন। তিনি যুক্তরাজ্যের প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধসরকারের সময় কখন শেষ হবে, জনগণই তা ঠিক করবে: কাদের