অর্থনৈতিক উন্নতির স্বার্থে শেয়ারবাজারকে সামনে এগিয়ে নিতে বিএসইসি কাজ করে যাচ্ছে: খায়রুল হোসেন

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির স্বার্থে শেয়ারবাজারকে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন। শনিবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাল্টিপারপাস হলরুমে আন্ত:বিশ্ববিদ্যালয় শেয়ারবাজার-বিষয়ক কেস কম্পিটিশন অনুষ্ঠানে এসব কথা বলেন। খাইরুল হোসেন বলেন, এ ধারা অব্যাহত থাকলে আগামী ৯ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। দেশব্যাপী বিনিয়োগ শিক্ষার প্রসার ও শেয়ারবাজারের জন্য দক্ষ প্রফেশনাল জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানামুখী কার্যকরী পদক্ষেপ গ্রহন করেছে করে যাচ্ছে। এছাড়া ২০১০ সালের ধ্বসের পরে শেয়ারবাজারে আসা বিনিয়োগকারীদের স্বস্তির জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও সুরক্ষার জন্য বিনিয়োগ শিক্ষায় গুরুত্তারোপ করেন। তিনি আরও বলেন, উন্নত শেয়ারবাজার প্রতিষ্ঠার লক্ষে এখন আমরা বিভাগীয় পর্যায়ে আগ্রসর হচ্ছি। সর্বসাধারনকে শেয়ারবাজার সম্পর্কে অবহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনকি যারা নিরক্ষর, সেসব লোকজনের কথাও মাথায় রাখা হয়েছে। তাদের জন্য ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদারসহ বিআইসিএম’র কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্থানীয় পরিসরে প্রথমবারের মতো আন্ত:বিশ্ববিদ্যালয় শেয়ারবাজার-বিষয়ক কেস কম্পিটিশন আয়োজন করেছে বিআইসিএম। প্রথম ধাপে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোড শো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা ও শেয়ারবাজার সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হচ্ছে।

 

পূর্ববর্তী নিবন্ধশিশু জয়নবের ধর্ষককে ফাঁসিতে ঝুলাচ্ছে পাকিস্তান
পরবর্তী নিবন্ধআগামী সপ্তাহে ব্রোকারেজ হাউজ মালিকদের হাতে আসছে চীনা অর্থ