অবকাশকালীন ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিমকোর্ট

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

২৩ দিনের ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিমকোর্ট। গত ১৩ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সরকারি, সাপ্তাহিক ছুটিসহ অবকাশকালীন ছুটি ছিল।

সুপ্রিমকোর্টে এ সময়ে অবকাশ থাকলেও জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল শুনানির জন্য আগামী ৮ মে দিন ধার্য রয়েছে।

এছাড়া দুই বাসের রেষারেষিতে প্রথমে হাত পরে জীবন হারানো রাজীব এবং মেরুদণ্ডের হাড় ভাঙা আয়েশার ক্ষতিপূরণের রিট মামলার শুনানি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধওআইসি’র সংস্কার ও পুনর্গঠনের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর
পরবর্তী নিবন্ধরাজধানীতে চাকরিপ্রার্থীদের কফিন মিছিল