বিনোদন ডেস্ক:
ভারতের কাশ্মীরের পহেলগামে ধর্ম পরিচয় হামলা চালায় জঙ্গিরা। এতে প্রাণ হারান পর্যটকরা। এ হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে অপারেশন চালায়। এবার পাকিস্তানের উপর হামলার কাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে আগ্রহী বলিউড চলচ্চিত্র নির্মাতারা। কমপক্ষে ১৫টি বলিউড স্টুডিওর পক্ষ থেকে নাম রেজিস্ট্রেশন করা হয়েছে।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি একথা জানিয়েছেন।
ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের কাছে নাম রেজিস্ট্রেশনের যেন হিড়িক পড়েছে।
জানা গেছে, অশোক পণ্ডিত, মধুর ভাণ্ডারকরের মতো নির্মাতা নাকি নাম রেজিস্ট্রেশন করেছেন। আবার সেই তালিকায় রয়েছে টি-সিরিজ, জি স্টুডিওর মতো একাধিক প্রযোজনা সংস্থাও। সময় যত গড়াচ্ছে বলিউডে দেশাত্মবোধক সিনেমার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইকও সিনেমার পর্দায় ফুটে উঠেছে। ফলে ‘অপারেশন সিঁদুর’ নিয়েও সিনেমা নির্মাণে সবাই আগ্রহ প্রকাশ করছে। সিনেমা তৈরি হকে কিনা নিশ্চিত না হলেও আগেভাগে নাম রেজিস্ট্রেশন করে রাখেন। কারণ সিনেমা তৈরি করতে চাইলেও নাম রেজিস্ট্রেশন না হওয়ায় পরিকল্পনা বাতিল করতে হয়। এ কারণে সম্ভবত এত তাড়াহুড়া করে সবাই নাম রেজিস্ট্রেশন করে রাখেন।
নির্মাতা অশোক পণ্ডিত নাম রেজিস্ট্রেশনের কথা স্বীকার করেছেন। বলেন, ‘নাম রেজিস্ট্রেশন না হলে সিনেমা তৈরি করা সম্ভব নয়। তাই আমি দ্রুত এ কাজ করেছি। নাম রেজিস্ট্রেশন করা মানেই সিনেমা তৈরি করা বাধ্যতামূলক নয়। গত ৩০-৩৫ বছর ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলছে। তাই এ বিষয়টি আমার কাছে সিনেমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’