অন্য সিনেমা থেকে দৃশ্য চুরির অভিযোগ ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’-এর বির্তক যেন শেষ হওয়ার নয়। ছবির ট্রেইলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু। সূত্রপাত হয়েছিল ছবিতে ‘রাবণ’ চরিত্রের সাজপোশাক নিয়ে। তারপর একাধিক আইনি জটিলতায়ও পড়তে হয়েছে প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ছবিকে।

সব বাধা-বিতর্ক পেরিয়ে অবশেষে গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। তারপরেও পিছু ছাড়েনি সমালোচনা ও বিতর্ক। ছবিতে সীতার জন্মস্থান সংক্রান্ত বিভ্রান্তি থেকে শুরু করে হনুমানের সংলাপ নিয়ে ক্ষুব্ধ দর্শক। এবার বিদেশি এক ছবি থেকে হুবহু দৃশ্য চুরির অভিযোগ ‘আদিপুরুষ’ নির্মাতাদের বিরুদ্ধে।

‘দি অ্যাভেঞ্জার্স’। এই সিনেমার নাম শোনেননি, এমন দর্শক খুব কমই আছেন। হলিউডের ছবি হলেও বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিল ‘মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স’-এর এই সিনেমা। সিনেমার প্রতিটি দৃশ্য এখনও গাঁথা সিনেপ্রেমীদের মনে।

আদিপুরুষে যুদ্ধের দৃশ্যের প্রতিটি ফ্রেম হুবহু টুকে দেওয়া হয়েছে দি অ্যাভেঞ্জার্সের ‘দ্য ব্যাটল অফ নিউ ইয়র্ক’ থেকে- দাবি দর্শকদের একটা বড় অংশের। দুই ছবির দৃশ্য পাশাপাশি পোস্ট করেছেন অনেকে। সেখান থেকেই স্পষ্ট, সত্যিই ‘দি অ্যাভেঞ্জার্স’ থেকে শুধু অনুপ্রেরণা নেননি পরিচালক ওম রাউত— ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্য চুরি করে কাজ সেরেছেন পরিচালক।

মুক্তির পরে বিপুল সমালোচনার মুখে পড়েছে ছবির ভিএফএক্স। রাবণের ১০টি মাথা থেকে শুরু করে তার পুষ্পক রথ নিয়ে আগেই বিতর্ক হয়েছে। ভারতীয় মহাকাব্যকে বিদেশি মার্ভেল ছবির ধাঁচে ফেলে দিয়েছেন পরিচালক, এই অভিযোগও উঠেছে ওম রাউতের বিরুদ্ধে।

এবার সরাসরি মার্ভেলের ছবি থেকেই টুকে দেওয়ার অভিযোগ উঠল ‘আদিপুরুষ’-এর টিমের বিরুদ্ধে। কী জবাব দেবেন নির্মাতারা? এবার সেটাই দেখার।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৬৬
পরবর্তী নিবন্ধকোরবানির জন্য যা যা সরঞ্জাম প্রয়োজন