অগ্রণী ব্যাংকের সিএমএসএমই খাতে প্রণোদনা বাস্তবায়ন শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ ডেস্ক:

কোভিড-১৯ এ বিপর্যস্ত সিএমএসএমই খাতকে গতিশীল করার লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংক ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজ দ্রুততম সময়ে বাস্তবায়ন বিষয়ক অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মোঃ নাসের এর উপস্থিতিতে একটি ওয়েবিনার আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম সহ সকল বিভাগীয় প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং অঞ্চল প্রধানগণ অংশগ্রহন করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মোঃ নাসের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের উপর গুরুত্বপুর্ন দিকনির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক অগ্রণী ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সম্পুর্ন অংশই নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নের আশা প্রকাশ করেন। উক্ত ওয়েবিনারে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান এবং মহাব্যবস্থাপক ও সিএফও মোঃ মনোয়ার হোসেন এফসিএ।

পূর্ববর্তী নিবন্ধসিটি গ্রুপকে ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন দিল প্রাইম ব্যাংক
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত