২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৬৬

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৭১ জন।

শনিবার (১৭ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৭১ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৫৬৬ জনকে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধসচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চে পুলিশের বাধা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ – ইউএই ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন