হাইকোর্টের আদেশ পেয়ে জায়েদ খান তিনবার বললেন, ‘আলহামদুলিল্লাহ’

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে আপিল বোর্ডের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

জায়েদ খানের করা আবেদন শুনানি নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জায়েদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইকোর্টের আদেশ পেয়ে সঙ্গত কারণেই আনন্দিত জায়েদ খান। তিনি স্বপদে বহাল থাকবেন। সেই আভাস দিয়েই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখেছেন।

তবে কবে কখন তিনি শপথ নেবেন বা শিল্পী সমিতির সাধারন সম্পাদকের চেয়ারে বসে দায়িত্ব বুঝে নেবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিকে গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) এফডিসিতে সাধারণ সম্পাদক পদে শপথ নিয়েছেন নিপুণ।

পূর্ববর্তী নিবন্ধজনশক্তি রপ্তানির প্রক্রিয়া স্বচ্ছ করে সবাইকে জানানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধসাকিবের হাফ-সেঞ্চুরিতে ফরচুন বরিশালের সংগ্রহ ১৫৫