রিজওয়ানের দলের কাছে হার রিশাদের লাহোরের

স্পোর্টস ডেস্ক:

গুরুত্বপূর্ণ ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে ২ রান; মঙ্গলবার মুলতান সুলতানসের বিপক্ষে রিশাদ হোসেনের এই পারফরম্যান্স কোনো কাজে লাগেনি লাহোর কালান্দার্সের। মোহাম্মদ রিজওয়ানের মুলতানের বিশাল রানের নিচে চাপা পড়েছেন রিশাদরা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মঙ্গলবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ২২৮ রান করে মুলতান। জবাবে লাহোর তুলতে পারে ৯ উইকেটে ১৯৫ রান। অর্থাৎ ৩৩ রানের ব্যবধানে হেরে যায় লাহোর। টানা দুই জয়ের পর ফের হারের কবলে পড়লো রিশাদরা। অন্যদিকে পিএসএলের ১০তম সংস্করণে এখন পর্যন্ত ৪ ম্যাচে প্রথম জয় পেল মুলতান।

এই ম্যাচে রিশাদই সবচেয়ে ভালো বোলিং করেছেন। ইনিংসের মাঝের দিকে গুরুত্বপূর্ণ ২ উইকেট শিকার করেছেন তিনি। ১৪তম ওভারে মারকুটে উসমান খান আর ১৬তম ওভারে থামিয়েছেন অ্যাস্টন টার্নারকে। রিশাদ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা ও আসিফ আফ্রিদি।

মুলতানের বিশাল সংগ্রহ গড়ার পথে বড় অবদান ইয়াসির খানের। ৪৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া রিজওয়ান ১৭ বলে ৩২, উসমান খান ২৪ বলে ৩৯, টার্নার ৮ বলে ১৫, ইফতেখার আহমেদ ১৮ বলে অপরাজিত ৪০ রান করেন।

লাহোরের হয়ে সিকান্দার রাজা ২৭ বলে অপরাজিত ৫০, স্যাম বিলিংস ২৩ বলে ৪৩, ফখর জামান ১৪ বলে ৩২, ড্যারিল মিচেল ১৪ বলে ১৯ ও আব্দুল্লাহ শফিক ১৫ বলে ১৮ রান করেন।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করলেন আমিনুল ইসলাম
পরবর্তী নিবন্ধবৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব