যে কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দিল্লি, যা বলছেন ফ্যাফ ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক:

প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছিল আগেই। তবে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। জয় দিয়ে আসর শেষ করতে পেরে খুশি দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। শীর্ষ চারে পৌঁছাতে না পারার মূল কারণও ব্যাখ্যা করেছেন প্রোটিয়া এই সাবেক তারকা ক্রিকেটার। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকতা ধরে রাখতে না পারার কারণেই দিল্লি প্লে-অফে উঠতে পারেনি, তা অকপটে মেনে নিয়েছেন।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ছয় উইকেটের জয় দিয়ে দিল্লি তাদের মৌসুম শেষ করেছে। লিগপর্বে ১৪টি ম্যাচের মধ্যে তারা মোট সাতটিতে জয় পেয়েছে। বাকি ছয়টি ম্যাচে হেরেছে এবং একটি ফলাফলহীন ছিল। টেবিলের পঞ্চম স্থানে থেকে দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্ট শেষ করল। োঞ্জাব কিংসকে হারিয়ে ডু প্লেসি নিজের দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা বিশ্লেষণ করেন।

ফ্যাফ ডু প্লেসি বলেন, ‘জয় দিয়ে মৌসুম শেষ করাটা গুরুত্বপূর্ণ। পঞ্চম স্থানে থাকা আমাদের মৌসুমের একটি সঠিক প্রতিফলন, তবে শীর্ষ চারে থাকতে হলে আরও ধারাবাহিক হতে হবে।’ দিল্লি ক্যাপিটালস শুরুটা ভালো করেছিল, প্রথমদিকে চারটি ম্যাচ জিতে নিয়েছিল। কিন্তু মাঝপথে গিয়ে তাদের গতি হারিয়ে যায় এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তারা নিজেদের ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয়।

দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘এটা এক ধরনের রহস্যই বটে। আত্মবিশ্বাসের অভাব, ফর্মে না থাকা এবং মৌলিক জিনিসগুলো ঠিকভাবে না করা। এই ব্যর্থতা সবকিছুরই মিশ্রণ।’

ডু প্লেসি আরও বলেন, ‘যখন আপনি ভালো খেলেন, তখন ছোট ছোট পার্থক্যগুলো আপনার পক্ষে যায়। কিন্তু প্রায় প্রতিবারই ব্যাটিং এবং বোলিং—দু’দিকেই পাঁচ-ছয় ওভারের একটি ছোট সময়ের ব্যবধানে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি।’

তিনটি ম্যাচের জন্য দিল্লিতে ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ভাগ্য সহায় হলে ম্যাচসংখ্যা আরও বাড়তে পারত। তবে ব্যক্তিগতভাবে খারাপ কাটেনি এই কাটার মাস্টারের। চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে মুস্তাফিজ আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন।

ম্যাচের প্রথম ইনিংসে দিল্লির সাফল্যের শুরুটা করেন মুস্তাফিজ। নিজের প্রথম ও ম্যাচের দ্বিতীয় ওভারেই তিনি পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্যকে ক্যাচ বানিয়ে ফেরান। ইনিংসের শেষ উইকেটটাও ফিজের দখলেই গেছে। এর আগে ১৬তম ওভারে তার বলে ত্রিস্তান স্টাবসকে ক্যাচ দেন শশাঙ্ক সিং। এর মাধ্যমে এতদিন আইপিএলে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেটের রেকর্ডগড়া সাকিবকে ছাড়িয়ে যান ফিজ। শেষ ওভারে তিনি মার্কো জানসেনকে ফিরিয়ে সংখ্যাটা আরও বাড়িয়ে নেন। আইপিএলে ৬০ ইনিংসে মুস্তাফিজের শিকার ৬৫ উইকেট।

মুস্তাফিজের ৩ উইকেট শিকারের দিনে ব্যাট হাতে জয়সূচক ইনিংস খেলেন সামির রিজভী। মাত্র ২৫ বলে অপরাজিত ৫৮ রান করেন তিনি। এতে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। তার এই বিস্ফোরক ইনিংসের সুবাদে দিল্লি ক্যাপিটালস ২০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ১৯.৩ ওভারে তাড়া করে নাটকীয় ছয় উইকেটের জয় নিশ্চিত করে।

পূর্ববর্তী নিবন্ধসাইবার আক্রমণ সত্ত্বেও ‘অনেক টিকিট বিক্রি’, বলছে টিকিফাই
পরবর্তী নিবন্ধছেলে-পুত্রবধূ নিয়ে সুপারহিট ‘কাজরা রে’র শুটিং করতে চাননি অমিতাভ