দেলোয়ার (হোসেন মুকসুদপুর) গোপালগঞ্জ প্রতিনিধি

,গোপালগঞ্জের মুকসুদপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়ন ইন বাংলাদেশ (চঅজঞঘঊজ) প্রকল্পের আওতায় ২৭ মে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৪-২৫ অর্থবছর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলার উপ-পরিচালক আব্দুল কাদের সরকার। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনমুন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দীন শেখ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএডিসি কর্মকর্তা মেহেদী হাসান,মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডিজিএম মো: তুষার আহম্মেদ, উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা সাইফুল ইসলাম,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া প্রমূখ ।