মাঠে না নেমেও চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক;

জার্মান বুন্দেসলিগায় গতকাল রোববারের আগে বায়ার লেভারকুসেনের হাতে ছিল লিগের আর ৩ ম্যাচ। শিরোপার আশা জিইয়ে রাখতে তাদের সবগুলো ম্যাচেই জিততে হতো। তবে তিন ম্যাচের প্রথমটির ফলাফলেই সব আশা শেষ হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

রোববার ফ্রাইবার্গের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেন। এতে মাঠে না নেমেও চ্যাম্পিয়ন হয়ে গেছে টেবিলটপার বায়ার্ন মিউনিখ। এটি তাদের ৩৪তম লিগ শিরোপা।

বায়ার্নের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে স্বপ্নপূরণ হয়েছে হ্যারি কেইনের। ইংলিশ এই ফরোয়ার্ডের কাছে এসে ধরা দিয়েছে অধরা শিরোপা।

ক্যারিয়ারের দীর্ঘ সময় টটেনহ্যামে কাটানো এক তারকার ক্লাব ও জাতীয় দল পর্যায়ে কিছু ব্যক্তিগত সাফল্য থাকলেও ছিল না কোনো দলগত সাফল্য। অবশেষে দলগত সাফল্য অর্জনের স্বপ্নও পূরণ হলো তার।

কেইন ক্যারিয়ারের প্রথম দলগত সাফল্য অর্জনের উদযাপনটা করতে পারতেন শনিবারই। আরবি লাইপজিগের বিপক্ষে ওই ম্যাচে তার দল বায়ার্ন মিউনিখ ৯৪ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল। সাসপেনশনের কারণে ওই ম্যাচ গ্যালারিতে বসে দেখছিলেন কেইন। পরে দলের লিড দেখে ডাগআউটে নেমে এসেছিলেন। উদযাপনের জন্যও ছিলেন প্রস্তুত। কিন্তু শেষ মুহূর্তে গোল করে বসেন লাইপজিগের ইউসুফ পুলসেন।

এতে ম্যাচে ৩-৩ সমতা আসে। পরে আর গোল করতে না পারায় শিরোপার অপেক্ষা বাড়ে বায়ার্নের। তবে সেই অপেক্ষা একদিনের বেশি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে চেলসির চমক
পরবর্তী নিবন্ধবাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার