বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি

বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মো. এখলাস মিয়া (৭০) নামের আরও এক মুসল্লি মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। এ নিয়ে এবারের ইজতেমায় হৃদরোগে চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মো. এখলাস মিয়ার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। এখলাস মিয়া নেত্রকোণার বুরিজুরি এলাকার বাসিন্দা।

হাবিবুল্লাহ রায়হান জানান, এর আগে একই দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেত্রকোণার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৭০)।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর ইজতেমা ময়দানে দুই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইরানের স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধবইমেলার দ্বিতীয় দিনে শিশুপ্রহর