বিদায় বায়ার্নের, ড্র করেও সেমিতে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান। তাতে অবশ্য সেমিফাইনালে যেতে সমস্যা হয়নি তাদের। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে সেরা চারে জায়গা দখল করেছে ইতালিয়ান সিরিআর ক্লাবটি।

অ্যাওয়ে লেগে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছিল ইন্টার। ফিরতি লেগ যেহেতু নিজেদের মাঠে, তাই লিড ধরে রাখার বিষয়ে বাড়তি আত্মবিশ্বাস ছিল ইতালিয়ান ক্লাবটির। পরিকল্পনা অনুসারে ঘরের মাঠ সান সিরোতে অতিথি দল বায়ার্নকে ঘুরে দাঁড়াতে দেয়নি ইন্টার। তবে বার্য়ান লড়াই করেছে পূর্ণ শক্তি দিয়ে। কিন্তু সেটি যথেষ্ঠ হয়নি।

সেমিতে ইন্টার মুখোমুখি হবে বার্সেলোনার, যাদেরকে তারা ২০১০ সালে সেমিফাইনালে হারিয়েছিল। ওই মৌসুমের ফাইনালে বায়ার্নকে হারিয়ে ট্রেবল শিরোপা নিশ্চিত করেছিল ইন্টার। সিমোন ইনজাগির দল এবারও সেই কীর্তি পুনরাবৃত্তির পথে হাঁটছে।

ইনজাগি বলেন, এটা একটা দারুণ রাত, আমাদের স্টেডিয়ামে, আমাদের সমর্থকদের সামনে শক্তিশালী দলের বিপক্ষে। দুইটি দুর্দান্ত ম্যাচ খেলতে হয়েছে আমাদের। সবকিছু ঢেলে দিতে হয়েছে। ছেলেরা অসাধারণ ছিল, এটা এমন এক জয় যা পুরো ইন্টার পরিবারকে ভাগ করে নেওয়ার মতো।

তবে এই রাত ইন্টারের জন্য খুব সহজ ছিল না। সিরিআ এবং বুন্দেসলিগার শীর্ষ দুটি দলের লড়াইয়ে ছিল টানটান উত্তেজনা। প্রথম লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়া বায়ার্ন শুরু থেকেই বেশি আক্রমণাত্মক ছিল, থমাস মুলারের একটি দুর্দান্ত শট রুখে দেন ইন্টারের গোলরক্ষক ইয়ান সোমার।

নিকোলো বারেলার একটি ভুল থেকে মুলার বল দখলে নেন এবং মাইকেল ওলিসেকে পাস দেন। কিন্তু আলেসান্দ্রো বাস্তোনি বলটি ওলিসের পা থেকে সরিয়ে দেন ঠিক শট নেওয়ার আগেই।

ইন্টারও সুযোগ তৈরি করে। হাকান চালহানওগলুর একটি বাঁকানো শট পোস্টের একটু বাইরে চলে যায়। এরপর অবশ্য ইন্টারকে কিছু মরিয়া রক্ষণের আশ্রয় নিতে হয়। যখন কনরাড লাইমার বাইলাইন থেকে বল ফিরিয়ে দেন।

মুলারের আরও একটি শট ব্লক করেন মাতেও দারমিয়ান। এরপর লেরয় সানের রিবাউন্ড শট ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক সোমার। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বায়ার্ন আক্রমণে যায় এবং ৫২ মিনিটে গোল করেন হ্যারি কেইন। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের ইংলিশ ফরোয়ার্ডের এটি ১১তম গোল। লিওন গোরেস্কা বল বাড়িয়ে দেন কেইনের দিকে। ধীরে সুস্থে কোণাকুণি শট নেন কেইন। ফেদেরিকো ডিমারকোর পায়ের ফাঁক দিয়ে বল গিয়ে জালে জড়ায়।

তবে বায়ার্নের আনন্দ টিকেছিল মাত্র ছয় মিনিট। ৫৮ মিনিটে কর্নার থেকে লাওতারো মার্তিনেজ গোল করে ইন্টারকে ১-১ সমতায় ফেরান। প্রথম হেডটি জোশুয়া কিমিচের গায়ে লেগে ফিরে আসে এবং রিবাউন্ডে কোনো ভুল করেননি আর্জেন্টাইন তারকা।

ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, আমরা এটা অনেক দিন মনে রাখবো। ইন্টার কখনো হারে না। আমাদের আছে ব্যক্তিত্ব, হৃদয় আর বুদ্ধি। আমরা কষ্ট পেয়েছি, কিন্তু আবার প্রমাণ করেছি আমরা বড় কিছু করতে পারি। প্রতি মৌসুমেই আমরা সবকিছু জিততে চাই। সেমিফাইনালে আমাদের এক ঐতিহ্যবাহী দলের বিপক্ষে লড়াই হবে। তবে এখন আমরা লিগে (সিরিআ) মনোযোগ দিচ্ছি, এরপর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাববো।

এরপর বায়ার্নকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার জন্য মরিয়া আক্রমণে যায় ইন্টার। তিন মিনিটের মধ্যেই গোল পেয়ে যায়। দারমিয়ানের একটি শট এরিক ডায়ার লাইনের কাছ থেকে সেভ করেন। তবে পরবর্তী কর্নার থেকে বেঞ্জামিন পাভার্ড একটি দুর্দান্ত হেডে বল পাঠান বায়ার্নের জালে।

২-১ ব্যবধানে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বায়ার্ন। সার্জে ন্যাব্রির কর্নার থেকে হেড দিয়ে গোল করেন এরিক ডায়ার। এতে ২-২ সমতায় ফেরে বায়ার্ন।

সমতার পরও ১৪ মিনিট রয়ে যাওয়ায় ম্যাচের উত্তেজনাকর সমাপ্তি হয়। অতিরিক্ত সময়ে মুলারের একটি শট দুর্দান্ত সেভ করেন সোমার। শেষ পর্যন্ত ইন্টার লিড ধরে রাখে এবং এই প্রথম বায়ার্ন মিউনিখ ইন্টারের মাঠে জয়বঞ্চিত থেকে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ভেজাল খাবার পরিবেশনের অভিযোগ