বদলে যাওয়া শাকিব কেমন জানালেন জয়া

বিনোদন ডেস্ক:

প্রায় এক দশক পর একসঙ্গে পর্দায় পাওয়া যাবে জয়া আহসান ও শাকিব খানকে। ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি চলছে নতুন সেই সিনেমা ‘তাণ্ডব’। এরই মধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সত্যিই এটি ঈদুল আজহায় মুক্তি পাবে কি না তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা রায়হান রাফি। তবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া জানান, এ ছবিতে এক বদলে যাওয়া শাকিবকে পেয়েছেন তিনি।

‘পূর্ণদৈর্ঘ প্রেম কাহিনী’ সিনেমায় শাকিব খান ও জয়া আহসান
‘তান্ডব’ ছবিতে জয়া আহসান অভিনয় করলেও শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে না এই তারকাকে। বরং শাকিবের নায়িকা হিসেবে ছবিতে অভিনয় করেছেন সাবিলা নূর

এর আগে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ নামে একটি সিনেমায় একত্রে দেখা গিয়েছিল শাকিব খান ও জয়া আহসানকে। এর পর আর একসঙ্গে কাজ করেননি তারা। দীর্ঘ এক যুগ পর আবারও পর্দা ভাগাভাগি করছেন এ দুই তারকা। এতদিন পর শাকিবের সঙ্গে অভিনয় করে কেমন লাগছে? কতটা পরিবর্তন এসেছে অভিনেতার? জানতে চাইলে জাগো নিউজকে জয়া আহসান বলেন, ‘তার ডেডিকেশন লেভেলটা অনেক বেড়েছে। খুব মন দিয়ে কাজ করেন। নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন, যেটা অ্যাপ্রিশিয়েট করবার মতো।’

‘তান্ডব’ ছবিতে জয়া আহসান অভিনয় করলেও শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে না এই তারকাকে। বরং শাকিবের নায়িকা হিসেবে ছবিতে অভিনয় করেছেন সাবিলা নূর। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এরই মধ্যে ‘তান্ডব’র শুটিংয়ে অংশ নিয়েছেন ছবির অভিনয়শিল্পীরা। এ ছবিতে কাজ করছে একঝাঁক তারকা।

একসঙ্গে কাজ না করলেও জয়া আহসান ও শাকিব খান দুজনেই এককভাবে ব্যস্ত ছিলেন কাজ নিয়ে। একই সঙ্গে ঢাকা ও কলকাতায় কাজ করেছেন দুই তারকাই। বিশেষ করে কলকাতার সিনেমায় জয়ার সম্পৃক্ততা ছিল উৎসাহব্যঞ্জক।

অন্যদিকে শাকিব খানও আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সময় পার করেছেন। গত বছর শাকিব অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো নিয়ে প্রশংসার পাশাপাশি প্রচুর সমালোচনাও সইতে হয়েছে অভিনেতাকে। গত বছর উৎসবের বাইরে শাকিবের ‘দরদ’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও সেটি সাফল্য পায়নি। সম্প্রতি ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব অভিনীত দুটো সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’। সিনেমা দুটো নিয়ে নিজের সঙ্গেই নিজেকে লড়াই করতে হয়েছে অভিনেতাকে। দুটো সিনেমাতেই তিনি সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন বিদেশি নায়িকা, যা গত কয়েকবছর ধরেই তার সিনেমায় দেখা যাচ্ছে।

শাকিব এখন বিদেশি নায়িকাতেই মজেছেন! এমন অনুযোগের পর নাকি নায়িকা বদলেছেন শাকিব খান। ফিরেছেন ঢালিউডে। এবারে তার বিপরীতে দেখা যাবে নাটকের প্রিয়মুখ সাবিলা নূরকে। ‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফীর, পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান।

পূর্ববর্তী নিবন্ধ৮ নায়িকার সঙ্গে ট্রাক ড্রাইভার মোশাররফ করিম
পরবর্তী নিবন্ধদীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে