বিনোদন ডেস্ক:
বলিউড তারকা অজয় দেবগন অভিনীত সিনেমা ‘রেইড-২’ মুক্তি পেয়েছে ১ মে। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। এতে অভিনয় নিয়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন অজয়। সাসপেন্স ও থ্রিলারে ভরপুর এ সিনেমা মুক্তির চতুর্থ দিন রোববারেও খুব ভালো আয় করেছে।
স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুসারে, এ দিন সিনেমাটি আয় করেছে ২১.৫০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি টাকারও বেশি।
১২০ কোটি রুপির বাজেটে তৈরি সিনেমাটি মাত্র চার দিনে খরচের অর্ধেক টাকা উঠিয়ে ফেলেছে। সামনের দিনগুলোতে সিনেমাটি আরও ভালো ব্যবসা করবে বলে আশা করছেন ভারতের চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
১ মে মুক্তির প্রথম দিনে ‘রেইড ২’র আয় করেছিল ১৯.২৫ কোটি রুপি। ২ মে দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটি রুপি। ৩ মে তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কোটি রুপি। ৪ মে মুক্তির চতুর্থ দিন (বোরবার) ‘রেইড ২’র আয় ছিল ২১.৫০ কোটি রুপি।
এখন পর্যন্ত চারদিকে ‘রেইড ২’সিনেমার আয় দাঁড়িয়েছে ৭০.৭৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১০২ কোটি টাকারও বেশি। জানা গেছে, রোববার সিনেমাটি হিন্দি ভাষার দর্শক উপস্থিতি ছিল প্রায় শতকরা ৩৯.৯৩ জন। এ উপস্থিতির হারই প্রমাণ করে সিনেমাটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে।
‘রেইড ২’ সিনেমার গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। যার কাহিনি একটি চাঞ্চল্যকর ইনকাম ট্যাক্স রেইডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সিনেমায় অজয় দেবগন একজন সৎ ও দ্রুত কাজ করার ক্ষমতা সম্পন্ন ইনকাম ট্যাক্স অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান।
ছবিতে রীতেশ দেশমুখ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তবে এ চরিত্রে দারুণ অভিনয় করেছেন রীতেশ। অন্যদিকে বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।
সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত। তিনি এর আগে ‘রেইড’র মতো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সিনেমা বানিয়েছিলেন। সিনেমাটির প্রযোজক ভূষণ কুমার, কৃষ্ণ কুমার এবং অভিষেক পাঠক, যারা টি-সিরিজ ও প্যানোরামা স্টুডিওসের সঙ্গে মিলে সিনেমাটি প্রযোজনা করেছেন।