পড়ালেখায় ফেরার জন্য পদত্যাগ করেছি: স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আপাতত রাজনীতিতে যোগদানের তার কোনো পরিকল্পনা নেই। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে তিনি আপাতত এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেছেন, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে তিনি পড়াশোনায় মনোযোগী হতে পারছিলেন না। এ কারণে তিনি এ পদ থেকে সরে গিয়ে সাধারণ সদস্য হিসেবে যুক্ত থাকছেন।

এর আগে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগের কথা জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আজ ৮ মে (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আ. লীগকে নিষিদ্ধ করা: নাহিদ
পরবর্তী নিবন্ধদুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন: শফিকুল ইসলাম