টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঢাকা-নিউ জিল্যান্ডে বিশেষ ক্যাম্প

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। নজরে এখন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। অজিদের মাটিতে টুর্নামেন্টে সাফল্য পেতে ইতোমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের প্রস্তুতি নিতে টেকনিক্যাল অ্যাসিসটেন্ট শ্রীরাম শ্রীধরনের অধীনে ১২ সেপ্টেম্বর থেকে হবে বিশেষ ক্যাম্প। এ ছাড়া নিউ জিল্যান্ডে হবে আরও একটি ক্যাম্প। কিউইদের মাটিতে ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে বাংলাদেশের যাওয়ার কথা সেপ্টেম্বরের শেষে। কিন্তু তারও প্রায় সপ্তাহ খানেক আগে নিউ জিল্যান্ড চলে যাবে দল। নিউ জিল্যান্ড আর বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার কন্ডিশন একই, যাতে করে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে তাই ক্যাম্পের ব্যবস্থা।

গতকাল শুক্রবার ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে দুবাইয়ের আল হাবতুর সিটির টিম হোটেলে জালালন বলেন, ‘১১ তারিখ শ্রীরাম চলে আসবে। ঢাকায় তিন-চার দিনের একটা ক্যাম্প হবে। ওখানে কিছু পেস বোলার থাকবে। ব্যাটসম্যানদেরও একটা ব্যাটিং সেশন হবে ওখানে। এগুলো দেখবে। আরও কয়েকজন খেলোয়াড় যুক্ত হতে পারে, ওদের দেখবে।’

নিউ জিল্যান্ডের মাটিতে ৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। নিউ জিল্যান্ড ছাড়া অন্য দলটি হলো পাকিস্তান। সিরিজ শেষে দল সরাসরি চলে যাবে অস্ট্রেলিয়ায়। ইতোমধ্যে বিভিন্ন দেশ বিশ্বকাপের দল ঘোষণা করতে শুরু করেছে। দল দেওয়ার ডেডলাইন ১৫ সেপ্টেম্বর। বাংলাদেশও এর মধ্যেই দল দিবে বলে জানিয়েছেন জালাল। দল ঘোষণার সপ্তাহখানেক পর নিউ জিল্যান্ডে ক্যাম্পের জন্য চলে যাবেন সাকিব-আফিফরা।

জালাল বলেন, ‘আমাদের তো কথা আছে সেপ্টম্বরের ৩০ তারিখে যাওয়ার। আমরা আরও আগে যাওয়ার চেষ্টা করছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমরা ২৪-২৫ তারিখের দিকে (যেতে চাই)। চেষ্টা করা হচ্ছে নিউ জিল্যান্ডে গিয়ে অনুশীলন করার জন্য। আমরা আগেভাগে যাওয়ার চেষ্টা করছি, যদি ব্যবস্থা করতে পারি তাহলে আগেভাগেই যাব।’

ঢাকার ক্যাম্পে থাকবেন না ব্যাটিং কোচ জেমি সিডন্স। এটি হবে সদ্য দায়িত্ব নেওয়া শ্রীধরনের অধীনে। সিডন্সের যোগ দেওয়ার কথা রয়েছে নিউ জিল্যান্ডে। জালাল বলেন, ‘কোচিং স্টাফদের অনেকে নিউ জিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে। শ্রীধরন ঢাকা চলে আসবে, সেখানে স্থানীয় কোচদের নিয়ে ব্যাটিং ও পেস বোলিংয়ের একটা ক্যাম্প করবে।’

জাতীয় দল কিংবা তার আশেপাশে থাকা ক্রিকেটাররাও থাকবে। শ্রীরাম তাদের পরখ করে দেখবেন। ঢাকায় সাকিব যোগ দেবেন না, ‘আবার কিছু খেলোয়াড়কে ওর (শ্রীরাম) দেখারও ব্যাপার আছে, সেগুলো সে দেখবে। যেহেতু সে ঢাকায় এসেই এশিয়া কাপে চলে এসেছিল এবং খেলোয়াড়দের দেখার সুযোগ পায়নি খুব একটা। সেই জন্য তিন-চার দিন নতুন খেলোয়াড় দেখতে চাচ্ছে, আমাদের তালিকায় যারা আছে। কিছু দিন আগেই ছিল, এখন হয়তো দলে নেই, তাদের দেখতে চাচ্ছে।’

নেতৃত্ব পেয়ে সাকিব আল হাসান বলছিলেন তাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। হঠাৎ করে এশিয়া কাপে বেশি কিছু প্রত্যাশা না করার কথাও বলেছিলেন। বিসিবিও বিশ্বকাপ মাথায় রেখে সর্বোচ্চ প্রস্তুতির জন্য পরিকল্পনা করে রেখেছে। অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ, শেষ হবে ১৩ নভেম্বর ফাইনাল দিয়ে। এবারের আসরে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

 

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন গোতাবায়া রাজাপাকসে
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যকে হটিয়ে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি দেশ এখন ভারত