বিপিএলে ৬ দলের মধ্যে প্রথমদিনই মাঠে নেমেছে চারটি দল। আজ দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাকি দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সানরাইজার্স।
কাগজে-কলমে এবারের বিপিএলে অন্যতম শক্তিশালী দল কুমিল্লার। ইমরুল কায়েসের নেতৃত্বে এবার এই দলে রয়েছেন মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাসসহ দেশি-বিদেশি একঝাঁক তারকা। রয়েছেন দেশের অন্যতম সেরা কোচ সালাউদ্দিন এবং পরামর্শক হিসেবে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ স্টিভ রোডসও।
এমন একটি দলকে চমকে দেয়ার লক্ষ্য সিলেটের অপেক্ষাকৃত দুর্বল ফ্রাঞ্চাইজি সিলেট সানরাইজার্সের। দলটির কোচ মারভিন ডিলন শুক্রবার সেই আশার কথা জানিয়েছিলেন মিডিয়ার সামনে।
প্রকৃতই কে কাকে চমকে দেয়, সেটা দেখা যাবে মাঠে। তার আগে সিলেট অধিনায় মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে টস করতে নেমে জিতলেন কুমিল্লার অধিনায়ক ইমরুল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইমরুল কায়েস। মূলতঃ ঠান্ডা আবহাওয়ার মধ্যে প্রথমে বোলাররা হয়তো সুবিধা পাবে, এ চিন্তা থেকেই বোলিংয়ের সিদ্ধান্ত কুমিল্লার অধিনায়কের।
শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনের দুই ম্যাচেই টস জেতা দল নিয়েছিল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আজ দ্বিতীয় দিনেও অভিন্ন চিত্র। সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতও জানিয়েছেন, টস জিতলে তিনিও নিতেন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
সিলেট সানরাইজার্স একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, তাসকিন আহমেদ, কেসরিক উইলিয়ামস, রবি বোপারা ও কলিন ইনগ্রাম।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, করিম জানাত ও ক্যামেরন ডেলপোর্ট।