জন্মদিনে দুই হাজার পর্বের বিশেষ অতিথি অপি

বিনোদন ডেস্ক:

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিনোদন সারাদিন’। এটি স্পর্শ করতে যাচ্ছে তার ২০০০ তম পর্বের মাইলফলক। আগামীকাল, ১ মে প্রচার হতে যাওয়া এই বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতনামা অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী এবং স্থপতি অপি করিম।

১ মে এই তারকার জন্মদিনও। তাই বি শেষ অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে উঠেছে অপি করিম ভক্তদের জন্য।

অপি করিম গত বছর ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য ওপার বাংলার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন।অনুষ্ঠানে সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন তিনি। নাচের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। ভবিষ্যতে নাচ নিয়ে ভিন্নধর্মী কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন এই তারকা।

‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানের ২০০০ তম পর্বটি সঞ্চালনা করেছেন ইন্দ্রানী নিশি এবং অর্চি রহমান। তারা নিয়মিত এই অনুষ্ঠান উপস্থাপনা করেন।

২০১২ সালে শুরু হওয়া ‘বিনোদন সারাদিন’ প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার রাত ১২টায় প্রচারিত হয় এবং অনুষ্ঠানটির প্রযোজক এস এম হুমায়ূন কবীর। অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালের ৬ মে, যেখানে প্রথম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি অঞ্চলের শিল্পীর গানের রয়্যালটির ব্যবস্থা করা হবে: ফারুকী
পরবর্তী নিবন্ধদেশ গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা