চেন্নাইকে হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক:

লক্ষ্য ছিল ১৯১। টপঅর্ডারের দারুণ ব্যাটিংয়ে জয় পেতে একদমই কষ্ট হলো না পাঞ্জাব কিংসের। ঘরের মাঠের চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ থেকে এক লাফে দুইয়ে উঠে এলো পাঞ্জাব। চেন্নাই রয়ে গেলো তলানিতেই।

রান তাড়ায় ভালো শুরু করেন প্রিয়ানশ আরিয়া। ১৫ বলে ২৩ করে আউট হন তিনি। এরপর প্রভসিমরান সিং আর শ্রেয়াস আয়ার দলকে সহজ জয়ের পথ গড়ে দেন। প্রভসিমরান করেন ৩৬ বলে করেন ৫৪ রান। ৪১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন অধিনায়ক আয়ার।

এছাড়া শশাঙ্ক সিংয়ের ব্যাট থেকে আসে ১২ বলে ২৩। ১৮তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে টানা চার আর ছক্কা হাঁকিয়ে ম্যাচ হাতে নিয়ে আসেন তিনিই।

এর আগে ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধুঁকতে থাকে চেন্নাই। শেখ রাশেদ ১২ বলে ১১, আয়ুশ এমহাত্রে ৬ বলে ৭ আর রবীন্দ্র জাদেজা ১২ বলে ১৭ করেই সাজঘরের পথ ধরেন। ৬ ওভারের পাওয়ার প্লেতে ৩ উইকেটে মাত্র ৪৮ রান তুলতে পারে চেন্নাই।

সেখান থেকে জুটি গড়ার চেষ্টা করেন স্যাম কারেন আর ডেওয়াল্ড ব্রেভিস। প্রথমে উইকেটে সেট হয়ে তারপর হাত খুলতে শুরু করেন তারা। ৫০ বলে ৭৮ রানের জুটিতে চেন্নাইকে অনেকটাই এগিয়ে দেন তারা। ২৬ বলে ৩২ করে আউট হন ব্রেভিস।

এরপর শিভাম দুবেকে নিয়ে ২২ বলে ৪৬ রানের আরেকটি জুটি গড়েন কারেন, যে জুটিতে দুবের অবদান মাত্র ২। ৪৭ বলে ৯ চার আর ৪ ছক্কায় ৮৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়ে ফেরেন কারেন।

শেষদিকে মহেন্দ্র সিং ধোনির ৪ বলে একটি করে চার-ছক্কায় ১১ রান তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধদুই মাস পর পদ্মা-মেঘনায় ফিরলেন হাজারো জেলে, ইলিশ ধরা শুরু
পরবর্তী নিবন্ধ৬ গোলের থ্রিলারে ইন্টারের সঙ্গে নাটকীয় ড্র বার্সার