গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অমিতোষ হালদার (২৬) নামের ওই ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, ওই ছাত্র গত এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে অনেকটা নিশ্চুপ ছিল। বুধবার রাতের বেলায় বাবা-মাকে ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে দিয়ে সে গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।
গতকাল বুধবার গভীর রাতে সে বাড়ির পাশে একটি মেহগনি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা।
সে গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়িগ্রামের গোপেন্দ্র হালদারের ছেলে। তার মায়ের নাম গীতা হালদার।