গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় ২২৯ জনের নমুনায় ১৪৫ জন সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৬৩ ভাগ। এতে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬ হাজারে।
শনিবার (১০ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: সুজাত আহম্মেদ জানান, গত ২৪ ঘটনায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ওই তিনজন মারা যান। এদের সকলের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে। এদিকে গত ২৪ ঘন্টায় ২শ ২৯ নমুনায় সনাক্ত হয়েছে ১শ ৪৫ জন। সনাক্তের হার শতকরা ৬৩ ভাগ। এছাড়া জেলায় ২৮ হাজার ৪ শ ৩৩ জনের নমুনায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৫ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৬শ ৭ জন।